shsdfa‘দৃষ্টি জুড়ে দেশ’Ñএই সেøাগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ দশম বছর শেষে এগারো বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘দশ বছরে আমাদের অর্জন খুব বেশি নয় আবার খুব কমও নয়। এই সময়টুকুর মধ্যে আমরা দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিতে পেরেছি। আমাদের বলার মতো বেশ কিছু অনুষ্ঠান তৈরি হয়েছে। সংবাদে নিরপেক্ষতার বিশ্বাস তৈরি হয়েছে। জনপ্রিয় নাটকের একটি বড় তালিকা তৈরি হয়েছে।’ শামীম শাহেদ আরো বলেন, ‘অনেকেই বলে আমাদের দেশের চ্যানেল নাকি আমাদের দর্শক দেখে না। কিন্তু আমি তো মনে করি বাংলাভিশন অনেকের কাছেই জনপ্রিয়। যেমন ধরেন, আরমান ভাই, সিকান্দার বক্স, ফরমালিন, অ-এর গল্প, হাড়কিপ্টে, আমি এখন কী করব, বিপাশার অতিথি, মনের কথা এই নামগুলো অনেকের কাছেই পছন্দের নাম। তাহলে আমরা জোর দিয়ে বলতে পারি, বাংলাভিশন কিছুটা হলেও আলাদা হতে পেরেছে।’ সামনে তিন-চার বছর বাংলাভিশনকে পারিবারিক চ্যানেল বানানোর চেষ্টা করবেন বলেও জানান শামীম শাহেদ। বাংলাভিশনের বর্ষপূর্তিতে মানবকণ্ঠ পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।